বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৪:১৫:৩৬

নারীদের নাক, কান ছিদ্র করা : কী বলে ইসলাম

নারীদের নাক, কান ছিদ্র করা : কী বলে ইসলাম

ইসলাম ডেস্ক: মুসলিম নারীদের নাক ও কানে ছিদ্র করে তাতে বাহারী অলংকার পরতে দেখা যায়।

বিশেষ  করে নারীদের জন্য পায়ে বাজনাদার অলংকার (নুপুর, ঝুমকা ইত্যাদি) পরা না জায়েজ। এছাড়া শরীরের অন্য কোন অঙ্গে বাজনাদার অলংকার না পরা উচিৎ। আর কানে দুল পরা হাদিস দ্বারা প্রমাণিত আছে। এর মাধ্যমে কান ফুটানোর বিষয়টাও প্রমণিত হয়। নাকে নাকফুল পরা এবং এর জন্য নাক ফুটানো অনেক স্কলার নিকট না জায়েজ। তবে এই বিষয়ে শরীয়তে কোন প্রকার নিষেধ নেই। নারীদের হাতে চুরি হিসেবে কাঁচ, পাথর ও রূপাসহ সব ধরনের অলংকার পরা জায়েজ আছে। [ আযীযুল ফাতাওয়া ৭৭১]
২০ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে