শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৪:৪৭:৩০

নবীজী (সা.) মি’রাজে গিয়ে ‍সুদখোর ব্যক্তিদের যে অবস্থায় দেখেছিলেন

নবীজী (সা.) মি’রাজে গিয়ে ‍সুদখোর ব্যক্তিদের যে অবস্থায় দেখেছিলেন

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর উম্মতরা যেন বিপদ গামী না হয় সেজন্য বিদায় হজের ভাষণে বিভিন্ন দিক নির্দেষণা দিয়েছিলেন। এছাড়া নবীজীর উম্মতরা যেন বিপদগামী না হয় সেজন্য মহান আল্লহা তায়ালা পূর্ণঙ্গ জীবন বিধান সরূপ পবিত্র কোরআন দিয়েছেন। সুদ খাওয়া ব্যক্তিদের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে। এছাড়া মহানবী (সা.) মি’রাজে গিয়ে সুদখোর ব্যক্তিদের ভয়বহ অবস্থার দেখে এসেছেন।

হযরত আবু হুরায়রাহ রাযিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মি’রাজের রাতে আমি এমন এক গোত্রের পাশ দিয়ে অতিক্রম করি, যাদের পেট ছিল ঘরের মত, যার মধ্যে বিভিন্ন রকমের সাপ বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করি, হে জিবরাইল, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর। (ইবনে মাযাহ, হাদীস নং- ২২৭৩)
৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে