ইসলাম ডেস্ক: যারা মহান আল্লাহ তা’য়ালার নির্দেশ সঠিক ভাবে পালন করবে, মৃত্যুর পর তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। তবে যারা জান্নাতের বাসিন্দা হবেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষকে ফেরেশতা থেকে শুরু করে অন্য জান্নাতীরাও সবাই অনেক বেশি সম্মান করবে।
কারা জান্নাতের মধ্যে সবচেয়ে সম্মানিত হবেন-এ বিষয়ে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সূরা আল-মাআরিজের ৩২-৩৫ নম্বর আয়াতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন, ‘ যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে, যারা তাদের সাক্ষ্যদানের সরল-নিষ্ঠাবান এবং যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবেন। (সূরা আল-মাআরিজের ৩২-৩৫)
১১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর