ইসলাম ডেস্ক: মহান আল্লাহ পাক তার বান্দাদের প্রতি নিয়ত পরীক্ষার মধ্যে রাখেন। কিন্তু অনেক বান্দাই আল্লাহ পাকের সেই পরীক্ষাগুলো বুঝেও অনেক সময় বুঝে না। তাই তো তারা সবকিছু জেনে বুঝেও ঠিক মতো নামাজ আদায় করেন না। এই শ্রেণীর মানুষগুলোর জন্য কঠিন আযাব অপেক্ষা করছে।
এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা বলেন, ‘গোছা পর্যৃন্ত পা খোলার দিনের কথা স্বরণ কর, সেদিন তাদেরকে সিজদাহ করতে বলা হবে, কিন্তু তারা সিজদাহ করতে পারবে না। তাদের দৃষ্টি অবনত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্থ হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সিজদাহ করতে আহ্বান জানানো হতো। (সূরা- আল কালাম: আয়াত ৪২-৪৩)
১১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর