ইসলাম ডেস্ক: মহান আল্লাহ পাকের নির্দেশ কে মেনে চললো আর কে কে সেই নির্দেশ পালন করে নি, রোজ কেয়ামতের মাঠে মহান আল্লাহ পাক নিজে তার বিচার করবেন। সেদিন কাফের বা পাপি বান্দারা শুধু আফসোস করবে।
এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘ এই দিবস সত্য। অত:পর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরি করুক। আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্কৃ করলাম, যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবে: হয়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম। (সূরা-আননাবা, আয়াত ৩৯-৪০)
অন্যদিকে, সূরা আল ফুরকানে আল্লাহ পাক বলেন, ‘সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর এবং কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন। জালেম সেদিন আপন হাতদ্বয় দংশন করতে বলবে, হায় আফসোস। আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম! হায় আমার দূর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। (সূরা আল ফুরকান, আয়াত:২৬-২৯)
১১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর