রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ১০:৪০:৪৭

রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ান: গ্র্যান্ড ইমাম আল আজহার

রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ান: গ্র্যান্ড ইমাম আল আজহার

ইসলাম ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে। তাই তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন মিসরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।

গত শুক্রবার এক বিবৃতিতে এ অনুরোধ জানা গ্র্যান্ড ইমাম। তিনি মিসরের আলেমদের সর্বোচ্চ কমিটি অভিভাবক পরিষদের শীর্ষ কর্মকর্তা। মুসলিমে বিশ্বে ইসলামি স্কলার হিসেবে তার ব্যাপক প্রভাব রয়েছে।

তিনি বলেন, ‘মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে, যা মানবতাবিরোধী অপরাধ। এসব নিষ্ঠুর কর্মকাণ্ড সব ধর্মের শিক্ষার বিরোধী ও আন্তর্জাতিক আইন অনুযায়ী স্পষ্টতই অপরাধ।’

মায়ানমারের রাখাইন প্রদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস করে। আদিবাসী রোহিঙ্গা মুসলমানরা কয়েক দশক ধরে জাতিগত নিধনের শিকার হচ্ছে। রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মায়ানমার সরকার। সূত্র: দ্যা ন্যাশনাল।
২০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে