রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ১১:০৭:০৩

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ১০ বছরের রাফিয়ার সাফল্য

দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ১০ বছরের রাফিয়ার সাফল্য

ইসলাম ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ১৯তম ‘ফাতেমা বিনতে মোবারক’ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের ১০ বছর বয়সী হাফেজ রাফিয়া হাসান জিনাত । তিনি ‘সুললিত কন্ঠস্বর’ বিভাগ থেকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।  রাফিয়া ৭ম ও ‘হিফজ’ বিভাগে ৯ম স্থান অর্জন করে প্রতিযোগিতা শেষ করেছেন।

পুরস্কার হিসেবে রাফিয়া পেয়েছেন বাংলাদেশি টাকায় ১৩ লাখ টাকা, সনদপত্র ও ক্রেস্ট।

৬ নম্বেবর শুরু হওয়া আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় মোট ৭০টি দেশ অংশ নিয়েছিল। যা গত শুক্রবার শেষ হয়।

দুবাইয়ের বিজ্ঞান ও সংস্কৃতি ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্ত্রী ফাতিমা বিনতে মোবারক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুবাইয়ের শাসকের স্ত্রী হিন্দ বিনতে মাকতুম বিনতে জামিয়া আল মাকতুম।
২০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে