ইসলাম ডেস্ক: আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায়, যাদের কাজই হলো অন্যদের দোষ খুঁজে বের করা এবং সমালোচান করা। এই শ্রেণীর মানুষেরা কোন ব্যক্তির ভালো কাজ চোখে সহ্য করতে না পেরে উপহাস করে। আল্লাহ পাক এই রূপ ব্যক্তিদের কড়া হুঁসিয়ারী দিয়েছেন।
এ প্রসঙ্গে আল্লাহ তা’য়ালা পবিত্র কোরআন বলেছেন, ‘মু’মিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরের মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনাহ্ । যারা এমন কাজ করে তারাই যালেম। (সূরা-আল হুজরাত, আয়াত: ১১)
এছাড়া মহান আল্লাহ পাক অন্য একটি আয়াতে বলেছেন, ‘হে মুমিনগণ, আহলে কিতাবীদের মধ্যে থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে, তাদেরকে এবং অন্যান্য কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহকে ভয় কর, যদি তোমরা ঈমানদার হও। আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান কর, তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে। কারণ, তারা নির্বোধ। (সূরা আল মায়েদা, আয়াত: ৫৭-৫৮)
১১ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর