মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬, ০১:০১:৩৪

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ নাজিলের কারণ ইমাম আবু হানীফার ব্যাখ্যা

 ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ নাজিলের কারণ ইমাম আবু হানীফার ব্যাখ্যা

ইসলাম ডেস্ক: সুরা তাওবা ছাড়া পবিত্র কোরআনে অবতীর্ণ সব সূরার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম রয়েছে। কিন্তু কেনো প্রতিটি সুরার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম অবতীর্ণ করা হয়েছে?

এর কারণ  সস্পর্কে  মদীনা ও বসরার বিখ্যাত কারীগণ এবং হজরত ইমাম আবু হানীফা (রহ.) সহ কুফার অন্যান্য ফুকাহায়ে কিরামের মতে ‘বিসমিল্লাহ’ সূরায়ে ফাতিহা কিংবা অপর কোনো সূরার অংশ বিশেষ নয় বরং বরকত লাভের উদ্দেশ্যে অথবা দুটি সূরার মাঝে পার্থক্য নির্ণয়ের লক্ষ্যে প্রতিটি সূরাই ‘বিসমিল্লাহ’ দ্বারা শুরু করা হয়েছে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম-এর শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূলে কারীম (সা.) ‘বিসমিল্লাহ’ অবতীর্ণ হওয়া পর্যন্ত দুটি সূরার মাঝে পার্থক্য বিধান করতেন না তথা সূরার শুরু-শেষ বুঝতেন না। (মুসতারাকে হাকিম)

ইমাম হাকেম (রহ.) উক্ত বর্ণনাকে বিশুদ্ধতা স্বীকার করে বলেন, এ বর্ণনাটি শাইখাইন তথা ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রহ.)-এর শর্তের অনুকূলে আছে। তারা উক্ত বর্ণনাটিকে অধিক শুদ্ধ বলেছেন। (তাফসিরে মাজহারী)
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে