শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০১৬, ১০:০০:২৭

জুমার নামাজ না পড়লেই জেলে যেতে হবে

জুমার নামাজ না পড়লেই জেলে যেতে হবে

ইসলাম ডেস্ক: জুমার নামাজ না পড়লেই জেলে জেতে হবে। এই নতুন নিয়ম চালু হয়েছে সেখানে। ইচ্ছাকৃত জুমার নামাজ ছেড়ে দিলেই ৬ মাসের জেল ও সাড়ে তেইশ হাজার টাকা জরিমানা গুনতে হবে। সম্প্রতি এ আইনটি পাশ করেছে মালয়েশিয়ার অঙ্গরাজ্য তারাঙ্গানুনু।

এন এস টি সূত্রে, তারাঙ্গানুনের এসেম্বলিতে শরিয়া ক্রামই আইনে আইনটি পাস হয়। রিপোর্টে বলা হয়, শরিয়া ক্রিমিনাল আইনের ভিত্তিতে ১৯ এবং ৫৩ ধারায় রয়েছে, রমজান মাসে পবিত্রতা রক্ষা, নারীদের উক্তত্য করা ও ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ায় কারণে শাস্তি ও জরিমানা গুনতে হবে।

এসব অপরাধে সর্বোচ্চ দুই বছরের জেল ও তিন রিঙ্গিত জরিমানা আদায় করতে হবে ।মালয়েশিয়ায় শরিয়া আইন বাস্তবায়নে দেশটিতে কড়াকড়ি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
২ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে