রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৫:৫৩:০৯

অজুর সময় হাত ধোয়ার সঠিক নিয়ম

অজুর সময় হাত ধোয়ার সঠিক নিয়ম

ইসলাম ডেস্ক: ওজু নামাজের চাবি। আর নামাজ বেহেশতের চাবি। সুতরাং ওজুর গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। অনেক সময় দেখা যায়, আমাদের সমাজের কিছু মুসল্লি ওজু করার সময় হাত কনুই থেকে ধোয়া শুরু করেন।

এই ধরণের ব্যক্তিরা তাদের ওজুর পক্ষে যুক্তি দিয়ে বলেন, অজুর সময় এভাবে হাত ধোয়া সুন্নত। এখন প্রশ্ন হলো অনেকেই মক্তবে তার উল্টোটা শিখেছে। তাহলে কোনটা সঠিক?

আসলে ওজুর সময় কুনই থেকে নয় বরং হাত ধোয়ার সুন্নত নিয়ম হল, আঙ্গুলের অগ্রভাগ থেকে কনুইয়ের দিকে ধৌত করা। কনুই এর দিক থেকে ধোয়া শুরু করা সুন্নত নিয়ম নয়। (সহীহ বুখারী ১/২৮; সহীহ মুসলিম ১/১২)।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে