সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ১১:১০:৫০

যে দোয়ার মাধ্যমে আকাশসমূহ প্রকম্পিত হয়!

যে দোয়ার মাধ্যমে আকাশসমূহ প্রকম্পিত হয়!

মুনিরুল ইসলাম মাহদী: হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (স.) এর যুগে এক ব্যক্তি শাম থেকে মদিনায় ব্যবসা করত। সে কোন কাফেলার সঙ্গী না হয়ে কেবল মাত্র আল্লাহর উপর ভরসা করেই যাতায়াত করত। একদিন সে শাম থেকে ফিরছিল। এমতাবস্থায় একজন ডাকাত তার ঘোড়ার পথ রোধ করে দাঁড়াল। সে ব্যবসায়ির উদ্দেশ্যে চিৎকার করে বলল দাড়াও”।

অতঃপর ব্যবসায়ী দাঁড়িয়ে ডাকাতকে বলল-তুমি কি আমার ধন/সম্পদ ছিনিয়ে নিতে চাও? তখন ডাকাত বলল, সম্পদ তো আমারই। তদুপরি তোমাকে হত্যা করতে চাই।” তখন ব্যবসায়ী ডাকাতকে বললেন, আমাকে এতটুকু সুযোগ দাও, আমি সালাত পড়তে চাই।” সে বলল, ‘তোমাকে সুযোগ দেয়া হলো।’ অতঃপর ব্যবসায়ী চার রাকা‘আত সালাত আদায় করলেন এবং আকাশের দিকে হাত তুলে নিম্নোক্ত দোয়াটি পড়লেন

: اَللَّهُمَّ يَا وَدُوْدُ .. يَا ذَا الْعَرْشِ الْمَجِيْدُ .. يَا فَعَّالٌ لِّمَا يُرِيْدُ .. أسْأَلُكَ بِعِزَّتِكَ الَّتِي لَا تُرَامُ .. وَبِمُلْكِكَ الَّذِيْ لَا يُضَامُ.. وَبِنُوْرِ وَجْهِكَ الَّذِيْ مَلَأَ أَرْكَانَ عَرْشِكَ يَا مُغِيْثُ أَغِثْنِيْ.

উচ্চারণ: (আল্লাহুম্মা ইয়া ওয়াদুদ.. ইয়া যাল আরশীল মাজীদ.. ইয়া ফা‘য়ালুল লিমা ইউরিদ.. আছআলুকা বি ইজ্জাতিকা আল্লাতি লা তুরাম.. ওয়াবি মুলকিকা আল্লাজি লা ইউদাম..ওয়াবি নূরি ওয়জহিকা আল্লাজি মালাউ আরকানা আরশিকা.. ইয়া মুগীছু আগছিনী)

অর্থাৎ: হে আল্লাহ! হে প্রেমময়! হে মহান আরশের মালিক, হে যা ইচ্ছা তাই সম্পাদনকারী, আপনার অটল ইজ্জতের মাধ্যমে, আপনার অত রাজত্বের মাধ্যমে, যে আপনার চেহেরার যে নূর আরশের স্তম্ভগুলোকে ভরে দিয়েছে তার মাধ্যমে আমি প্রার্থনা করছি,... হে ত্রানকর্তা! আপনি আমাকে পরিত্রাণ দান করুন। হে ত্রানকর্তা! আপনি আমাকে পরিত্রাণ দান করুন। হে ত্রানকর্তা! আপনি আমাকে পরিত্রাণ দান করুন।

ইতোমধ্যে একজন ঘোড়সওয়ার বল্লম হাতে উপস্থিত হলো। ডাকাত তাকে দেখে ব্যবসায়ীকে ছেড়ে ঘোড়সওয়ারীর দিকে এগিয়ে গেল। তখন ঐ ব্যক্তি বল্লম হাতে ডাকাতের দিকে অগ্রসর হয়ে তাকে আঘাত করল এবং হত্যা করল। অতঃপর আগন্তক সাওয়ারী ব্যবসায়ীকে বলল আমি তৃতীয় আকাশ থেকে অবতরণকারী একজন ফেরেস্তা। যখন তুমি প্রথমবার দোয়া করেছিলে তখন আসমানসমূহের দরজায় খটখট আওয়াজ শুনতে পেয়ে আমরা বললাম, দুনিয়াতে একটা কিছু ঘটেছে।”

যখন তুমি দ্বিতীয়বার দোয়া করেছিলে, তখন আসমানের দরজাসমূহ খুলে গিয়ে কম্পিত হতে থাকে। অতঃপর যখন তুমি তৃতীয়বার দোয়া করলে, জিব্রাইল (আ.) অবতরণ করে বলতে লাগলেন, কে আছ এই বিপদগ্রস্থ ব্যক্তিকে সাহায্য করবে? অতঃপর আমি আল্লাহর কাছে দোয়া করলাম, যেন তিনি আমাকে তাকে (ডাকাত কে) হত্যা করার দায়িত্ব দেন। জেনে রাখ, হে আল্লাহর বান্দা যদি কেহ বিপদগ্রস্থ অবস্থায়/কঠিন মুহুর্তে তোমার মত এই দোয়া কর, আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং বিপদ মুক্ত করেন।

অতঃপর ব্যবসায়ী নবী করিম (সা.) এর নিকট এসে ঘটনাটি বর্ণনা করলেন। তখন রাসূল (সা.) বললেন, ‘আল্লাহ তোমাকে তার সুন্দর নামসমূহ শিক্ষা দিয়েছেন, যদ্বারা তুমি তাকে ডাকলে , তিনি সাড়া দেন এবং কোন কিছু চাইলে, তা দান করেন। টীকা: মাজাবীদ দাওয়া লি ইবনে আবিদ্দুনিয়া, পৃষ্ঠা:৬৪, আল হাওয়তেফ, পৃষ্ঠা:২৪, আল ইসাবা-৩৭৯/৭, উসুদুল গাবাহ-২৯৫/৬।

হাদীসটি ইবনু আবিদ দুনিয়া হাসান বসরী (রহ.) থেকে বর্ণনা করেছেন। হযরত হাসান বসরী (রহ.) বলেছেন যে ব্যক্তি অযু করে চার রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়বে তার দোয়া কবুল হবে সে ক্ষতিগ্রস্থ হোন বা না হোক। অপর এক বর্ণনা অনুযায়ী উক্ত ব্যক্তি তার চার রাকাত নামাজের শেষ সিজদায় দোয়াটি পড়েছিলেন।
লেখকঃ ব্যাংকার, অনুবাদক ও শরীয়াহ বিশেষজ্ঞ।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে