সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০১:৪৭:৫৫

যে কারণে বেশি বেশি সুরা ইখলাস পাঠ করা উচিত

যে কারণে বেশি বেশি সুরা ইখলাস পাঠ করা উচিত

ইসলাম ডেস্ক: শুধু ফরয ইবাদত বলে নামাজই আদায় করবেন এটা উচিত নয়। মহান আল্লাহ তায়ালাকে সন্তুষ্টি করতে ফরয আমলগুলোর পাশাপাশি নফল আমলগুলো করুন। বেশি বেশি আল কোরআন পড়ুন। কিংবা দরূদ পড়ুন। কিংবা সূরা ইখলাস পাঠ করুন।

কেননা, হাদিসে সূরা ইখলাসের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আল্লামা ইবনে কাসির [রহ] তার কয়েকটি বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন ।

১. সুরা ইখলাস একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব লাভ হবে।
২. সূরা ইখলাস দশবার পাঠ করলে জান্নাতে বিশেষ মর্যাদাশীল একটি প্রাসাদ আল্লাহ্ তায়ালা নিজ হাতে ওই ব্যক্তিকে দান করবেন।
৩. সূরা ইখলাস বারবার পাঠ করলে আল্লাহ্ তায়ালা আর জন্য বেহেশত অপরিহার্য করে দেবেন।
৪. আল্লাহ্ তায়ালা সূরা ইখলাস পাঠকারীর লাশ বহন করার জন্য হজরত জিবরাঈলের [রা] সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরণ করবেন, যারা জানাজায়ও অংশগ্রহণ করবে। (তাফসিরে ইবনে কাসির)
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে