মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:১৭:৪২

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)

 আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)

মোস্তাফিজুর রহমান (সুমন): অদ্য সকাল ১০ ঘটিকায় পল্লবীস্থ মাদ্রাসা ক্যাম্পে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করেন শাহ রিয়াজ আহমাদ আশরাফী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ হাসান বলেন - ১২ রবিউল আউয়াল আরবের পবিত্র মক্কা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্ম নেন। ৬৩ বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই মুসলিম উম্মাহর জন্য এ দিনটি যেমন আনন্দের, তেমনি শোকের।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) নবুয়তের সিলসিলায় শেষ নবী। তার জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন।
মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
১৩ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে