সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ১০:১২:১৭

জেনে নিন বিশ্ব ইজতেমার ১ম পর্বে যে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন

জেনে নিন বিশ্ব ইজতেমার ১ম পর্বে যে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন

ইসলাম ডেস্ক : আগামী ১৩ জানুয়ারি শুরু হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই মধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দান প্রস্তুত করতে পুরোদমে কাজ এগিয়ে চলছে। জেলাওয়ারি খিত্তার ভাগসহ বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানের পাশে নির্মাণ করা হচ্ছে টিনসেডের আলাদা থাকার জায়গা। প্রথম পর্বে ১৬টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

প্রথম পবের্র পর ৪ দিন বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে ২০ জানুয়ারি। শেষ হবে ২২ জানুয়ারি। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া জেলাগুলো হলো- গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপলগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালি, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।

বাকি জেলাগুলো ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া  দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবে।
১৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে