শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ০৯:০২:০১

আলহামদুলিল্লাহ: ১০ জানুয়ারি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

আলহামদুলিল্লাহ: ১০ জানুয়ারি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

ইসলাম ডেস্ক : আগামী ১০ জানুয়ারি সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইব্রাহিম খলিল।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৩৮ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে রবিউস সানি মাস গণনা শুরু হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শহীদুল্লাহ্, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. ফারুক আহাম্মদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদসহ অনেকে উপস্থিত ছিলেন। -বাসস।
৩১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে