বুধবার, ০৪ জানুয়ারী, ২০১৭, ১০:৫২:০৬

'আমাদের উচিৎ, বেশী বেশী নেক কাজের চিন্তা করা'

'আমাদের উচিৎ, বেশী বেশী নেক কাজের চিন্তা করা'

শরিফ আলম: হযরত ইবনে আ’ব্বাস (রাযি:) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেছেন, আল্লাহ তায়া’লা নেকী ও বদী সম্পর্কে একটি ফয়সালা ফেরেশতাদিগকে লিখে দিয়েছেন । অতঃপর, ব্যাখ্যা করেছেন যে, -

"যে ব্যক্তি নেক কাজের ইচ্ছা করল, অতঃপর (কোন কারণে) করতে পারল না, তার জন্য আল্লাহ তায়া’লা একটি পূর্ণ নেকী লিখে দেন। আর যদি ইচ্ছা করার পর ঐ নেক কাজটি করে নেয় তবে তার জন্য দশ হতে সাতশত পর্যন্ত বরং উহা হতেও কয়েক গুণ পর্যন্ত লিখে দেন।"

"যে ব্যক্তি কোন গুনাহের ইচ্ছা করে অতঃপর উহা হতে বিরত হয়ে যায় আল্লাহ তায়া’লা তার জন্য একটি পূর্ণ নেকী লিখে দেন। (কেননা তার গুনাহ হতে বিরত হওয়া আল্লাহ তায়া’লার ভয়ের কারণে হয়েছে।) আর যদি ইচ্ছা করার পর সেই গুনাহ করে ফেলে, তবে আল্লাহ তায়া’লা তার জন্য একটি গুনাহ(ই) লিখেন।"
(বুখারী)

সু-প্রিয় বন্ধুরা,
আমাদের প্রতি মহান আল্লাহ্‌র অনুগ্রহ কতটা সু-প্রশস্ত - উপরের হাদিসটা হতে তা খুব সহজেই অনুমেয়।

আমাদের উচিৎ, মহান আল্লাহ্‌র এমন অনুগ্রহের কথা স্মরন করে বেশী বেশী নেক কাজের চিন্তা করা।
(Collected)
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে