রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০৮:৪৪:৫৭

ইসলাম শিক্ষা পড়াচ্ছেন হিন্দু শিক্ষক!

ইসলাম শিক্ষা পড়াচ্ছেন হিন্দু শিক্ষক!

নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষকরা বাধ্য হয়ে ছাত্রদের ইসলাম শিক্ষা পড়াচ্ছেন। বিদ্যালয়টিতে ৯৭ ভাগ শিক্ষার্থী মুসলমান হলেও দীর্ঘদিন কোনও শিক্ষক না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে স্কুলের ম্যানেজিং কমিটি মুসলিম শিক্ষক চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ. রাজ্জাক ভূইয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ে মুসলমান শিক্ষক না থাকায় বাধ্য হয়ে হিন্দু শিক্ষকরা ইসলাম শিক্ষা পড়াচ্ছেন। বর্তমানে বিদ্যালয়ে কর্মরত ৬ জন শিক্ষকই সনাতন ধর্মালম্বী। তাদের দিয়ে ইসলাম ধর্ম শিক্ষা বইয়ের আরবি ভাষা বুঝে পড়ানোয় অনেক সমস্যা হচ্ছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বলেন, ‘বিদ্যালয়ে ২০১৬ সালে মোট ৩২৯ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করেছে। এর মধ্যে সাতজন হিন্দু শিক্ষার্থী এবং বাকি সবাই মুসলমান। ২০১৭ সালের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থীই মুসলমান। বিদ্যালয়ে কমপক্ষে দু’জন মুসলমান শিক্ষক থাকলে ইসলাম ধর্ম শিক্ষা পাঠদান সঠিক ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান বলেন, ‘ওই বিদ্যালয়ের মুসলমান শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা পাঠগ্রহণে সমস্যা হচ্ছে। এ সমস্যার সমাধানের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।-বাংলা ট্রিবিউন
৮ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে