ইসলাম ডেস্ক: ইসলামে নারীদের পর্দা করা ফরয। তবে অনেক নারীই বেপর্দায় চলাফেরা করে থাকে। যারা বেপর্দা চলা ফেরা করে থাকে তাদের জন্য ভয়ানক শাস্তি অপেক্ষ করছে। আর যারা পর্দার মধ্যে থেকে চলা ফেরা করে, আখিরাতে তাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে। যারা পর্দার মধ্যে থেকে চলা ফেরা করে এমন সতী নারীদের উদ্দেশ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন,
الدنيا كلها متاع و خير متاع الدنيا المرأة الصالحة (مسلم باب الوصية بالنساء)
‘দুনিয়া পুরোটাই সম্পত্তি; আর সর্বোত্তম সম্পত্তি হলো সতী নারী।’
নারীরা হলো সর্বোৎকৃষ্ট নেয়ামত, সেখানে কীভাবে নারীদের অস্পৃশ্য বলে তাদের সংস্রব থেকে নিরুৎসাহিত করা যায়। বাকি রইল নারীকে কেনো সর্বোত্তম নেয়ামত বলা হয়েছে? একটু ভেবে দেখলে সহজে প্রতীয়মান হয় যে, নারী পুরুষকে সর্বপ্রকার পাপাচার ও অনাচার থেকে বাঁচিয়ে রাখতে পারে। আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভক্তি ও ভালোবাসা দিয়ে পারে আগলে রাখতে। নারীর উষ্ণ সান্নিধ্যে পুরুষের অস্থির চিত্ত শান্ত হয়। তাই তো পুরুষ একাগ্রচিত্তে গভীর অভিনিবেশসহ আত্মমগ্ন হতে পারে জ্ঞান গবেষণায় ও ইবাদত বন্দেগীতে। সর্বপ্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে বাঁচতে পারে। অন্যথায় যৌবনের উন্মাদনা থেকে বেঁচে থাকাই মুশকিল।। একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
حبب الي من الدنيا النساء و الطيب و جعلت قرة عيني في الصلوة (نسائي كتاب عشرة النساء)
‘দুনিয়ার দুটি জিনিস আমার সবচেয়ে প্রিয়; সতী নারী ও সুগন্ধি। আর নামায আমার চোখের শীতিলতা।’
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ