বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫, ০৭:৫১:২৪

আগামী বছর থেকে মাসে সাড়ে ১২ লাখ লোকের ওমরাহ সুবিধা

আগামী বছর থেকে মাসে সাড়ে ১২ লাখ লোকের ওমরাহ সুবিধা

ইসলাম ডেস্ক: সৌদি হজবিষয়ক মন্ত্রী বন্দর আল হাজ্জার জানিয়েছেন, আগামী বছর থেকে প্রতি মাসে সাড়ে ১২ লাখ লোক ওমরাহ করার সুযোগ পাবেন। বর্তমানে মাত্র চার লাখ লোক এই সুযোগ পেয়ে থাকেন।

হাজ্জার বলেন, নতুন প্রকল্প গ্রহণ করায় হজ ও ওমরাহ করার সুযোগ অনেক বেড়েছে। তিনি ই-পোর্টাল ব্যবহারের কথাও বলেন। এর ফলে ভিসা ইস্যু করতে কয়েক মিনিটের বেশি লাগবে না।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২০১৩ সালে মোট ৫০ লাখ ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছিল। ২০১৪ এবং ২০১৫ সালে ৬০ লাখ করে ভিসা দেয়া হয়েছিল। ২০১৬ সালে এক কোটি এবং ২০১৮ সালে ছয় কোটি ওমরাহ ভিসা দেয়া হবে।
সূত্র : আল আরাবিয়া
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে