বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭, ১১:৩৩:৪৭

বাংলাদেশের সবচেয়ে কমবয়সী কুরআনে হাফেজা

বাংলাদেশের সবচেয়ে কমবয়সী কুরআনে হাফেজা

ইসলাম ডেস্ক: মাত্র ৬ বছর ৮ মাস বয়সে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে কক্সবাজারের শিশু আয়েশা সিদ্দিকা সুহাইমা।

হাফেজা আয়িশা সিদ্দিকা সুহাইমার পিতা-মাতার পরিচালিত প্রতিষ্ঠান রাজধানীর টিকাটুলীর মারকাজুল হাফেজা ইন্টারন্যাশনালের ছাত্রী ছিল সে। পিতার মাতার নিবিড় তত্ত্বাবধানে অল্প বয়সেই পবিত্র কুরআন হিফজ করতে সক্ষম হয় সে।

হাফেজ আয়িশা সিদ্দিকা সুহাইমার বাবা কারী সালামাতুল্লাহ এ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং মা হাফেজ আবিদা সুলতানা এ মাদরাসার শিক্ষিক। তাদের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার মুন্সিরডেইল গ্রামের।

উল্লেখ্য যে, পিতা-মাতার নিয়মিত তত্ত্বাবধানে সে অল্প বয়সে কুরআনুল কারিম হিফজ করতে সক্ষম হয়েছে। এ মাদরাসা থেকে এ বছর ৮ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেছে। আগামী ৩১ মার্চ জাতীয় হিফজ প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হবে।

হাফেজ আয়িশা সিদ্দিকা সুহাইমা সবার দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা এ ক্ষুধে হাফেজকে কুরআনের খেদমতে কুবল করুন। কুরআনের বাণী মানুষের নিকট পৌছে দেয়ার তাওফিক দান করুন। আমিন।
২৬ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে