শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৮:৩৭:২৯

ধর্মীয় অনুষ্ঠানের টিভি উপস্থাপককে নিষিদ্ধ করলো পাকিস্তান

ধর্মীয় অনুষ্ঠানের টিভি উপস্থাপককে নিষিদ্ধ করলো পাকিস্তান

ইসলাম ডেস্ক : উদারবাদী ও অন্য ধর্মীয় লোকদের লক্ষ্য করে বিষোদগার করায় পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক আমির লিয়াকত হুসাইনকে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। দেশটির মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দাবি, ওই টিভি উপস্থাপক বল টিভির এক ধর্মীয় অনুষ্ঠানে বারবার উদ্দেশ্যমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় উদারবাদী ও অন্য ধর্মের লোকদের জীবন সংকটাপন্ন হয়ে পড়ার আশংকা দেখা দেওয়ায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুসলিম অধ্যুষিত পাকিস্তানে ধর্ম নিয়ে কটূক্তি করা বা বক্তব্য দেওয়া অপরাধমূলক কাজ। ব্লাসফেমির অভিযোগে দেশটিতে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। এমনকি ব্লাসফেমির অভিযোগে অভিযুক্ত হলে বিভিন্ন ধর্মীয় মতাবলম্বীদের মধ্যে সংঘর্ষও ঘটে।

দেশটির বল টিভির এক টকশোতে আমির লিয়াকন হুসাইন চলতি মাসে এক উদারবাদী সমর্থক নিখোঁজ হওয়ার ঘটনার কঠোর সমালোচনা করেন এবং তাদেরকেই দায়ী করেন।

বল টিভিতে প্রচারিত এক অনুষ্ঠানের ডকুমেন্ট পর্যালোচনা করে পাকিস্তান ইলেকট্রনিক্স মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, লিয়াকত হুসাইন অনুষ্ঠানে যথেচ্ছভাবে এবং বারবার মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য ছিল ঘৃণাপূর্ণ, মানহানিকর, জনগণের মধ্যে সংঘর্ষ সৃষ্টির মতো উস্কানিমূলক এবং রাষ্ট্র ও ধর্মবিরোধী।

আমির লিয়াকতের বিরুদ্ধে অনুষ্ঠানে সরাসরি কয়েকজন জনপ্রিয় পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে বিষোদগার প্রকাশের অভিযোগ রয়েছে। তিনি ওই নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহি এজেন্ডা বাস্তবায়ন এবং মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ করেন।

দেশটির ব্লাসফেমি আইন সংস্কারের দাবি করায় ২০১১ সালে পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরকে তার এক দেহরক্ষী হত্যা করেন। যদিও পরবর্তী তাসিরের হত্যাকারী মমতাজ কাদরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তিনি দেশটির ধর্মীয় অনুসারীদের কাছে একজন নায়ক হিসেবে পরিচিতি পান।

এছাড়া দেশটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্ট্যাডিজ এবং গণমাধ্যমের তথ্যানুসারে, ১৯৯০ সালের পর থেকে পাকিস্তানে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে প্রায় ৬৫ জনকে হত্যা করা হয়েছে।
২৭ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে