রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ১২:০৮:৩৫

কবর জিয়ারতের শ্রেষ্ঠ দোয়া

কবর জিয়ারতের শ্রেষ্ঠ দোয়া

ইসলাম ডেস্ক: কারো বাবা-মা, ভাই-বোন কিংবা কোন নিকট আত্নীয় আসলে প্রতিটি মানুষেরই প্রিয়জন কবরে শুয়ে আছে। কবরে শুয়ে থাকা মানুষগুলো তাদের স্বজনদের কাছ থেকে দোয়া ছাড়া অন্য কিছুই আশা করে না। তাই প্রতিটি মুসলমানকেই কবরবাসীদের জন্য দোয়া করা উচিত। তাই মুসলমান ভাইদের জন্য মুসলিম শরীফে বর্ণিত কবর জিয়ারতের একটি দোয়া নিচে দেয়া হলো। দোয়াটির আরবি উচ্চারণ: “আসসালামু আলাইকুম ইয়া আহলাত দিয়ারি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা ওয়াইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা ওয়াইয়ারহামুল্লাহুল মুসতাকদিমীনা মিন্না ওয়াল মুসতা’ খিরীনা নাসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল ‘আফিয়াহ’।” বাংলা অর্থ: হে কবরবাসী মুমিন ও মুসলমানগণ! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হবো। আল্লাহ আমাদের পূর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন। আমরা আল্লাহর নিকট তোমাদের জন্য এবং সবার জন্য দোয়া পার্থনা করি।” (মুসলিম শরীফ-২/৬৭১, ইবনে মাজা)। ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে