রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০১:২৩:১৪

মহানবী (সা.) এর উপর দরূদ পাঠের ফজিলত

মহানবী (সা.) এর উপর দরূদ পাঠের ফজিলত

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর উপর দরূদ পাঠের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতাগণও তাঁর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। যে ঈমানদারগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাঁকে যথাযথভাবে সালাম জানাও।’ (সূরা আহযাব-৫৬)। নবীজী (সা.) বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তাঁর বিনিময়ে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন। (মুসলিম-১/২৮৮)। নবীজী (সা.) আরো বলেছেন, ‘তোমরা আমার কবরকে পূজনীয় মূর্তিতে পরিণত করো না। তোমরা আমার উপর দরূদ পাঠ করো। কেননা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দরূদ আমার কাছে পৌঁছায়।’ (আবু দাউদ-২/৩৬৭) মহানবী হযরত মুহাম্মদ (সা.) অপর এক হাদিসে উল্লেখ করেছেন, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো এবং সে আমার উপর দরূদ পড়লো না সে বড়োই কৃপণ। (তিরমীযী-৫/৫৫১) রাসূল (সা.) আরও বলেন, ‘পৃথিবীতে আল্লাহ পাকের একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছে দেয়। (নাসাঈ, হাকেম) রাসূল (সা.) বলেন, যখন কোন ব্যক্তি আমাকে সালাম দেয় তখন আল্লাহ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।’ (আবু দাউদ-২০৪১) ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে