রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০২:৩৭:৪৫

হযরত হুদ (আ.) যেখানে শাহাদাত বরণ করেছিলেন

হযরত হুদ (আ.) যেখানে শাহাদাত বরণ করেছিলেন

ইসলাম ডেস্ক: হযরত হুদ (আ.)-এর ইন্তেকাল এবং তাঁর পবিত্র মাজার সম্পর্কে বর্তমান সৌদি আরবের হাযরামাউতের অধিবাসীরা দাবি করেন, আদ সম্প্রদায়ের ধ্বংসপ্রাপ্তির পর তিনি হাযরামাউতের উদ্দেশে হিজরত করে চলে আসেন। ওখানেই তাঁর ইন্তেকাল হয় এবং বারহুত উপত্যকার কাছে হাযরামাউতের পূর্বাংশে তারিম শহরের প্রায় দুই মঞ্জিলের মাথায় তাঁকে দাফন করা হয়। হজরত আলি রা. থেকে একটি রেওয়ায়েত আছে যে, হজরত হুদ [আ.]-এর কবর হাযরামাউতের ‘কাসিবে আহমার’ অর্থাৎ লাল টিলার চূড়ায় অবস্থিত এবং তাঁর শিয়রে একটি ঝাউগাছ দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনবাসীরা বলে তিনি ফিলিস্তিনে সমাহিত হয়েছেন। তারা ওখানে তাঁর কবর পাকা করে রেখেছে এবং ওখানে তারা বাৎসরিক ওরসও পালন করে থাকে। কিন্তু এই রেওয়ায়েতগুলোর মধ্যে হাযরামাউতের রেওয়ায়েতটি শুদ্ধ ও যৌক্তিক বলে মনে হয়। কারণ, আদ সম্প্রদায়ের বসতিগুলো হাযরামাউতের কাছাকাছি ছিলো। সুতরাং স্থানীয় সংকেত এটাই দাবি করে যে, তাদের ধ্বংসের পর হজরত হুদ [আ.] কাছেরই কোনো বসতিতে অবস্থান করে থাকবেন এবং মৃত্যুর আহ্বানে সাড়া দিয়ে থাকবেন। আর এই জায়গাটি হাযরামাউতেই। সূত্র : কাসাসুল কুরআন ও তাফসিরে ইবনে কাসির ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে