রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০৩:০৪:২৮

মহানবী (সা.) পারস্য সম্রাট খসরু পারভেজকে চিঠিতে যা লিখেছিলেন

মহানবী (সা.) পারস্য সম্রাট খসরু পারভেজকে চিঠিতে যা লিখেছিলেন

ইসলাম ডেস্ক: ষষ্ঠ হিজরিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন রাজা-বাদশার কাছে দাওয়াতি পত্র প্রেরণ করেন। এ সময় তিনি পারস্যের রাজা খসরু পারভেজকেও (যিনি কেসরা নামে অধিক পরিচিত) তাঁর কাছে নবুয়তের দাওয়াতপত্র পাঠান। সে পত্রে রাসুল [সা.] লেখেন- পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহর নামে। আল্লাহর রাসুল মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট খসরুর উদ্দেশে (পত্র প্রেরিত হচ্ছে)। তার প্রতি শান্তি বর্ষিত হোক যে হেদায়াতের অনুসারী, আল্লাহ ও তার রাসূলে বিশ্বাসী এবং যে এই সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং আমি সমগ্র মানবমন্ডলীর উদ্দেশে রাসুলরুপে প্রেরিত হয়েছি যাতে প্রত্যেক জীবিত মানুষকে আমি সতর্ক করতে পারি, করতে পারি ভীতি প্রদর্শন। ইসলাম কবুল কর, শান্তি পাবে। অন্যথায় অগ্নি-উপাসক প্রজাবর্গের সকল পাপ তোমার কাঁধে চাপবে। [সহিহ বুখারি] পারস্য সম্রাট খসরু পারভেজ পত্র পেতেই তা ছিঁড়ে ফেলে এবং বলে, আমার গোলাম হয়ে আমাকে এভাবে লেখে। রাসুল স. এ সম্পর্কে অবহিত হয়ে বলেন- আল্লাহ তার রাজ্যকে টুকরো টুকরো করে দিন। বাস্তবিকই পরবর্তী সময়ে তা-ই হয়েছিলো। [নবিয়ে রহমত] ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে