সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:১৪:০৪

ইসলামের যেকোনো প্রয়োজনে পাশে আছি : সৌদি বাদশাহ

ইসলামের যেকোনো প্রয়োজনে পাশে আছি : সৌদি বাদশাহ

ইসলাম ডেস্ক: বিশ্বজুড়ে ইসলামের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।


এক বিবৃতিতে বাদশাহ বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি যে, ইসলামের যে কোনো প্রয়োজনে সৌদি আরব তাদের সাধ্যমত পাশে থাকবে। আমরা ইসলামি দেশগুলোকে সমর্থন এবং সহযোগিতার জন্য সব সময়ই প্রস্তুত রয়েছি। ইসলাম ও মুসলমানদের সেবায় যে কোনো উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করতে তৈরি আছি।’


মালয়েশিয়ার রাজপ্রাসাদে বাদশাহ পঞ্চম মোহাম্মেদের রাজকীয় আমন্ত্রণে রোববার রাতের খাবার গ্রহণ করেন বাদশাহ সালমান। সেখানেই গুরুত্বপূর্ণ বিবৃতি দেন তিনি।


মালয়েশিয়ার মাটিতে এমন উষ্ণ অভ্যর্থনা এবং উদার আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার এবং সেদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাদশাহ সালমান।


তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে সুদূরপ্রসারি এবং সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে তাতে আমরা খুবই খুশি। আমরা আশা করছি যে, আমাদের এই সম্পর্ক এবং সহযোগিতা আমাদের যৌথ স্বার্থকে আরো জোরদার করবে।’


বাদশাহ সালমান বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর কাছে একটাই প্রার্থনা আমরা যেন ইসলাম ও মুসলমানদের সেবা করতে পারি।’


এর আগে মালয়েশিয়ায় বিমানবন্দরে প্রধানমন্ত্রী নাজিব রাজাক, উর্ধ্বতন কর্মকর্তা এবং রাজ পরিবারের সদস্যরা বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান।-জাগো নিউজ
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে