বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ১২:০৩:০৮

সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম, ধারেকাছে থাকবে না অন্যান্যরা: মার্কিন গবেষণা সংস্থা

সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম, ধারেকাছে থাকবে না অন্যান্যরা: মার্কিন গবেষণা সংস্থা

ইসলাম ডেস্ক: আগামী ২০৭০ সালের মধ্যে ইসলাম দুনিয়ার সর্ববৃহৎ ধর্মে পরিণত হবে৷ ইউরোপ ও আমেরিকায় আরও দ্রুত ছড়িয়ে পড়বে এই ধর্ম৷ একটি সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য৷ বহু আগে ফরাসি ব্যক্তিত্ব নসট্রাদামুস ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বে ক্রমশ শক্তিশালী হবে ইসলাম৷ মার্কিন সংস্থার রিপোর্টে সেরকমই তথ্য ধরা পড়েছে৷ ভবিষ্যতের কথা বলে যাওয়া নসট্রাদামুসের কথা ফলবে কি ? এমনই প্রশ্ন তুলে দিয়েছে মার্কিন সংস্থার গবেষণা রিপোর্ট৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন আইনের বলে আমেরিকায় সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকরা প্রবেশ করতে পারবেন না৷ এ নিয়ে বিশ্বজোড়া প্রতিবাদ শুরু হয়েছে৷ তারই মাঝে ইসলামকে আগামী দুনিয়ার সর্ব বৃহৎ ধর্ম হিসেবে রিপোর্টে তুলে ধরেছে ওয়াশিংটনের গবেষণা সংস্থা Pew Research Center.

রিপোর্টে বলা হয়েছে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে ইউরোপ চলে আসা শরণার্থীদের বেশিরভাগ মুসলিম ধর্মাবলম্বী৷ তাদের কারণেই ইউরোপে ইসলামের প্রভাব বাড়বে৷

মধ্য ও পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায় ক্রমাগত নাশকতা ও জঙ্গি হানার জেরে বাড়ছে শরণার্থীর সংখ্যা৷ একই অবস্থা আফ্রিকাতেও৷ এশিয়া থেকে স্থলপথে ইউরোপে ঢুকছেন বহু শরণার্থী৷ অন্যদিকে ভূমধ্যসাগর পার করে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের পালা চলছে৷ ওয়াশিংটনের গবেষণা সংস্থাটি জানাচ্ছে, মুসলিমদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি প্রবণতার হার বেশি৷ তাই পাঁচ দশকেই বিশ্বের সবথেকে বৃহত্তম ধর্ম হিসেবে চিহ্নিত হবে ইসলাম৷
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে