মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৪:১৯:৪৪

সম্পদ বৃদ্ধির আমল

সম্পদ বৃদ্ধির আমল

ইসলাম ডেস্ক : ধন সম্পদের মাঝে বরকত বৃদ্ধি প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদের মাঝে বরকত বৃদ্ধির জন্য নিম্নের দরুদ-শরিফটি যেন সবাই পড়ে। (হিসনে হাসিন-২২০) কোনো মুসলমানের কাছে যদি সদকা করার মত কোনো সম্পদ না থাকে তাহলে সে যেনো এ দরুদ শরিফটি দোয়ার মাঝে পড়ে, এটা তার জন্য জাকাতসরূপ হবে। অর্থাৎ এতে তার সম্পদের মাঝে বরকত হবে এবং তা পবিত্র হবে। (হাকেম-৭১৭৫) বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিকা ওয়া আলাল মুয়মিনিনা ওয়াল মুয়মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। বাংলা অর্থ : হে আল্লাহ! তুমি রহমত বর্ষণ কর তোমার বান্দা ও রাসুল মুহাম্মদ এর উপর, এবং সব মুমিন নর-নারী ও মুসলমান নর-নারীর উপর। আল্লাহ তাআলা প্রত্যেক সম্পদশালীকে জাকাত আদায়ের পাশাপাশি উপরোক্ত দরুদ শরিফ পড়ে হালাল সম্পদের পবিত্রতা ও বরকত লাভে সচেষ্ট হয়। আল্লাহ সম্পদশালী মুসলিম উম্মাহকে এ আমল করার তাওফিক দান করুন। আমিন। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে