শুক্রবার, ০৭ এপ্রিল, ২০১৭, ১১:৩০:২২

বায়তুল মোকাররমে জুমা পড়াবেন মসজিদে নববির ইমাম

বায়তুল মোকাররমে জুমা পড়াবেন মসজিদে নববির ইমাম

ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন সৌদি আরবের মসজিদে নববির সিনিয়র ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম।

এ সময় তিনি বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

ওলামা মহাসম্মেলন ও ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন মসজিদে নববির খতিব শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম এবং মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুজাইমসহ সৌদি প্রতিনিধি দলের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে তারা বুধবার ভোর রাতে সৌদি এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে সফরে এসেছেন।

মসজিদে নববির ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম মক্কায় ১৯৬৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

১৯৯৭ সাল থেকে মদিনার মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সেই সঙ্গে মদিনার জেনারেল কোর্টের বিচারকের দায়িত্ব পালন করেন।

মসজিদে নববির ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম প্রাজ্ঞ বিচারক, বিখ্যাত কারি, অনলবর্ষী বাগ্মী, ইসলামি স্কলার ও খতিব হিসেবে আরব বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। বিশেষ করে তার কোরআন তেলাওয়াত ব্যাপকভাবে সমাদৃত।
এমটিনিউজ২৪ডটকম/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে