শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭, ০৪:৪৫:০১

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের আব্দুল্লাহ আল মামুন

 আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের আব্দুল্লাহ আল মামুন

ইসলাম ডেস্ক: টানা দ্বিতীয় বারের মত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ আব্দুল্লাহ আল মামুন। ২৪তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১২ বছর বয়সী মামুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। মামুন রাজধানী যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। সে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আবুল বাশারের ছেলে।
 
উল্লেখ্য, ২০১৬ সালে দুবাইয়ে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় প্রথম স্থান অর্জন করে।
১৪ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে