শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:০৪:১৭

আশুরার দিনে ছোট্ট এই আমলটি করলে মাফ হবে সারা বছরের গুনাহ

আশুরার দিনে ছোট্ট এই আমলটি করলে মাফ হবে সারা বছরের গুনাহ

ইসলাম ডেস্ক: বরকতময় মাস মহররম। আরবি হিজরি সনের প্রথম মাস মহররম। আর মহররম মাসের ১০ তারিখটি আশুরা নামে প্রসিদ্ধ। হুসানি চেতনার পতাকাবাহী পবিত্র আশুরা। আজকের এই দিনটি ইসলামী পরিভাষায় অনেক গুরুত্ব ও ফজিলত বহন করে। বছরব্যাপী গুনাহের ক্ষমাও পাওয়া যাবে আজকের দিনের বিশেষ আমলের মাধ্যমে। মহররম মাস সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তাওবা:৩৬ সাহাবি আবু বকর রা. বলেন, নবী কারিম সা. বলেছেন, বছর হলো বারোটি মাসের সমষ্টি, তার মধ্যে চারটি অতি সম্মানিত। তিনটি পর পর লাগোয়া জিলকদ, জিলহজ ও মহররম আর জুমাদাস সানি ও শাবানের মধ্যবর্তী রজব। বুখারি:২৯৫৮ মহররমের ১০ তারিখে রোজা রাখার বিষয়ে আবু হুরায়রা রা. বলেন, মহানবী সা. বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররম (মাসের রোজা)। সহিহ মুসলিম: ১৯৮২ আশুরার রোজা বিষয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রা. বলেন, আমি নবী কারিম সা. কে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই আশুরার দিন এবং এই মাস অর্থাৎ রমজান মাসের রোজার প্রতি। বুখারি:১৮৬৭ মহানবী সা. বলেন, আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি, তিনি পূর্ববর্তী এক বছরের পাপ ক্ষমা করে দেবেন। মুসলিম:১৯৭৬ আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মহানবী সা. আশুরা-মুহররমের দশম দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিরমিজি আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যখন মহানবী সা. আশুরার রোজা রাখলেন এবং লোকদের রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল! এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিষ্টানরা বড় জ্ঞান করে, সম্মান জানায়। তখন মহানবী সা. বললেন, আগামী বছর এ দিন আসলে, আমরা নবম দিনও রোজা রাখব ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলছেন, আগামী বছর আসার পূর্বেই নবীজি সা.-এর ওফাত হয়ে গিয়েছে। মুসলিম:১৯১৪৬ ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে