শনিবার, ২০ মে, ২০১৭, ০২:১৪:৪৫

আল্লাহর সন্তুষ্টি লাভ ও রোজাদারদের উপকারার্থে রমজানে ছোলা বুটে এক পয়সাও লাভ করবেন না হারুন মিয়া

আল্লাহর সন্তুষ্টি লাভ ও রোজাদারদের উপকারার্থে রমজানে ছোলা বুটে এক পয়সাও লাভ করবেন না হারুন মিয়া

ইসলাম ডেস্ক: বাজারের সবচেয়ে বড় পাইকারি দোকানটিই এই হারুন মিয়ার। আশপাশের সব দোকানদার তার দোকান থেকেই পাইকারি মাল কেনেন। প্রতিদিন অসংখ্য পণ্য বিক্রি হয় তার দোকানে। রমজানে ছোলা বুট বিক্রির পরিমাণ টন ছাড়িয়ে যায় জানালেন এই ব্যবসায়ী।

এবারের রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভ ও রোজাদারদের উপকারার্থে ছোলা বুট বিক্রিতে এক পয়সাও লাভ করবেন না বলে তিনি জানান। এমনকি কেনা দামের সাথে পরিবহন খরচও যোগ করবেন না হারুন মিয়া।

এছাড়া আগামী বছর রমজান মাসে এ রকম তিনটি পণ্য কেনা দামে বিক্রি করবেন বলেও আগাম জানান তিনি।

হারুন মিয়া বলেন, আল্লাহর হুকুম মেনে ব্যবসা করলে ব্যবসায় বরকতের অভাব হয় না। তিনি জানান, মাত্র ৬২০ টাকা হাতে নোয়াখালী থেকে তিনি ঢাকা এসেছিলেন। কোনোদিনই পণ্যে ভেজাল দেননি। মাপে কম দেয়ার তো প্রশ্নই আসে না। গরিবের ওপর এহসান করতে চেষ্টা করেছেন।

এখন বাজারে তার আটটি বড় বড় দোকান তার। বিশাল ব্যবসা। স্থানীয় এলাকায় তিনতলা বাড়ি। সবই এই ব্যবসা থেকে হয়েছে জানালেন তিনি। আর এই সবকিছু সম্ভব হয়েছে সৎভাবে ব্যবসা করার জন্যই বলেন হারুন মিয়া।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে