বৃহস্পতিবার, ০১ জুন, ২০১৭, ১২:১৫:২১

রমজান মাস কে সম্মান করে মুসলমানদের সাথে ভারতের হিন্দুরাও রাখছেন রোজা

রমজান মাস কে সম্মান করে মুসলমানদের সাথে ভারতের হিন্দুরাও রাখছেন রোজা

ইসলাম ডেস্ক: রমজান মাসে রোজার এর সম্মান সবখানেই আছে। শুধু মুসলমানরা নয়, আজকাল হিন্দুরাও রমজান কে সম্মান করে। রমজান মাস এবং রোজাকে সম্মান করেই থেমে থাকেনি হিন্দুরা, মুসলমানদের রমজান মাস কে সম্মান করে ভারতের হিন্দুরাও রাখছেন রোজা।

 ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই মুসলমান কয়েদিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য হিন্দু কয়েদিরাও নজির গড়লেন। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। ভারতের মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল দৃশ্য।

জেল সুপারিনটেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন, ওই জেলে মোট এক হাজার ১৭৪ জন মুসলিম বন্দি রয়েছেন। আর হিন্দু বন্দির সংখ্যা ৩২। মুসলিম বন্দিদের সঙ্গে রমজান পালন করছেন হিন্দুরাও। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা রোজা রাখছে তাদের জন্য দুধ ও ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে ১৪ ভাগই মুসলিম। তবে দেশটির মুসলিমরা নানা ধরনের নিপীড়নের শিকার হন। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমবিদ্বেষ আরও বেড়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে