সোমবার, ২৬ জুন, ২০১৭, ০১:১১:৪৯

এবার শোলাকিয়ায় মুসল্লির উপস্থিতি কম

 এবার শোলাকিয়ায় মুসল্লির উপস্থিতি কম

ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে প্রতিবছর ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিয়ে থাকেন। তবে এক বছর আগের হামলার রেশ না কাটায় এবারের ঈদ জামাতে মুসল্লির উপস্থিতি ছিল খুবই কম।

এদিকে, শোলাকিয়ার ঈদগাহ ময়দানকে ঘিরে গতকাল থেকে গড়ে তোলা হয়েছে ব্যাপক নিরাপত্তা বলয়। আইন-শৃঙ্খলা বাহিনী একে সর্বোচ্চ নিরাপত্তা বলছে। শহরজুড়ে সন্দেহভাজন এলাকায় চালানো হয়েছে তল্লাশি ও নজরদারি। ঈদের দিন শহরে প্রশাসনের পক্ষ থেকে যান্ত্রিক যানবাহন বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।  

২০১৬ সালের ঈদুল ফিতরের জামাতের আগে ময়দানের বাইরে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা করে দুই জঙ্গি। তারা ময়দানের ভেতরে ঢুকে নাশকতার চেষ্টা করেছিল। কিন্তু দুই পুলিশ সদস্য জীবন বাজি রেখে তা ঠেকানোর চেষ্টা করে।

তারপরও এক নারীসহ চারজন নিহত হয়। এর এক বছর পরও রয়ে গেছে সেই হামলার রেশ। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও জামাতে মুসল্লির উপস্থিতি ছিল খুবই কম।
২৬ জুন ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে