শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১২:১৫:০২

অভাবি না হয়েও যারা হাত পেতে বেড়ায় তাদের জন্য নবীজীর (সা.) হুঁসিয়ারী

অভাবি না হয়েও যারা হাত পেতে বেড়ায় তাদের জন্য নবীজীর (সা.) হুঁসিয়ারী

ইসলাম ডেস্ক: আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের সংসারে ভিক্ষা করে খেতে হবে এমন অভাব নেই। তারপরও এই শ্রেণীর কিছু ভিক্ষা করে বা চেয়ে খেতেই বেশি পছন্দ করেন। কারও কারও তো ভিক্ষা করাটাই যেন মূল পেশা। এমন মানুষদের হুসিয়ারী দিয়ে আমাদের প্রিয় রাসুল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বদা মানুষের কাছে চেয়ে বেড়ায় সে কিয়ামতের দিন এমন অবস্থায় আগমন করবে যে, তাঁর মুখমণ্ডলে এক টুকরা গোস্তও থাকবে না। (বুখারি-১৪৭৪) তবে যারা সবসময় চেয়ে বেড়ায় এটা তাদের শাস্তি যা আল্লাহ তা’য়ালা কিয়ামতের দিন দিবেন কিন্তু আমরা যেন তাদের সাথে আবার খারাপ ব্যাবহার না করি কেননা আমাদের অধিকার নেই মানুষের সাথে খারাপ ব্যাবহার করার, তাই সামর্থ্য থাকলে দিতে হবে নইলে ভালো ব্যাবহারের সাথে জানাতে হবে দেওয়া সম্ভব হচ্ছে না। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে