শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১২:৪৩:৪৮

হাশরের ময়দানে তিন প্রকার লোকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না

হাশরের ময়দানে তিন প্রকার লোকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না

ইসলাম ডেস্ক: এই সুন্দর পৃথিবী ছেড়ে অনন্ত কালের জন্য আমাদের সবাইকে একদিন যেমন চলে যেতে হবে, ঠিক তেমনই ভাবে প্রত্যেকের জীবনে পরকাল জীবনের শেষ বিচারের দিনটিও আসবে। এই দিনই ঠিক হবে কে জান্নাতি এবং কে জাহান্নামী হবে। হযরত আবু যর (রা) হতে বর্ণিত আছে, একদা নবী করীম (সা.) বললেন- তিন প্রকার মানুষ আছে,যাদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কোনো কথা বলবেননা,তাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করবেননা এবং তাদেরকে [গুনাহ মাফ করে] পাক সাফ করবেননা।আর তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রয়েছে। হযরত আবু যর (রা) একথা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন,তাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস- ইয়া রাসূলাল্লাহ! তারা কারা? রাসূলুল্লাহ (সা.) বললেন, ১। যে ব্যক্তির পরিধেয় বস্ত্র টাকনুর নিচে পৌছায়, ২।যে ব্যক্তি উপকারের খোঁটা দেয়, ৩।আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে।(মিশকাত,হাদিস নং-২৬৭৩) ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে