শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০১:৩৫:২৬

অধিকাংশ নারীর বাস্তবতা এটাই

অধিকাংশ নারীর বাস্তবতা এটাই

ইসলাম ডেস্ক: আল্লাহ পাকের মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ধর্মে নারী-পুরুষদের জন্য সৃজনশীল কাঠামো মহান আল্লাহ তায়ালাই ঠিক করে দিয়েছেন। তারা কিভাবে চলবে, বাইরে কিভাবে যাবে ইত্যাদি। কিন্তু বর্তমান যুগে আধুনিকতার নামে অধিকাংশ নারীই বাইরে যাবার সময়, বিয়ের দাওয়াতে উপস্থিত হবার জন্য, বা কোন পার্টিতে যোগদানের সময় এতোটাই মোহনীয় সাজগোজ ও রং-বেরং-এর মেকআপে নিজেদের রাঙিয়ে তোলে যে তাদেরকে দেখে মনে হয় তারা বুঝি কোন রূপালি পর্দার "মডেল কন্যা"!!!! প্রয়োজনে তারা বিউটি পার্লারে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় এবং পিতার/স্বামীর পকেটের হাজার-হাজার টাকা নির্দ্বিধায় ব্যয় করে হলেও নিজেকে "আকর্ষণীয়" করে তোলে! . আল্লাহু 'আলেম! তাদের এই সাজসজ্জা কাকে দেখাবার জন্য? কার প্রশংসা পাওয়ার জন্যই বা তারা এমনটা করে? কিসের আশায় তারা মাত্র এক ঘন্টার পার্টির জন্য অজস্র সময়-শ্রম-মূল্য বিনিয়োগ করে? . খুব করুণ সত্য হচ্ছে - এইসব নারীদেরকেই নিজের বাড়িতে দেখলে আপনি হয়তো আত্কে উঠবেন! কারণ নিজ-ঘরের ঘাম, পোশাক ইত্যাদি আবরণে তাদের যে "looks" থাকে, তা বুয়াদের থেকে-ও অধম..! . হায়রে আধুনিক নারীর দল! এরা এখনও বুঝলো না, স্বামীর চোখে সুন্দরী হওয়াতেই তাদের মর্যাদা ছিল। পরপুরুষের চোখের জ্বালা বাড়িয়ে সে শুধু গুনাহ ছাড়া আর কিছুই পাবে না। কিছু সস্তা মূল্যবোধ ওয়ালা মানুষের "সস্তা" প্রশংসা কুড়াতে তারা তাদের সর্বচ্চ মেধা-শ্রম ঢেলে দেয়, অশালীন মানুষের লোলুপ দৃষ্টির আকর্ষণ পাওয়ার জন্য সে নিজেকে বিলিয়ে দেয়!!!! . কিন্তু যদি এই মূর্খ বুঝত, আল্লাহ্‌কে চিনতো, তাহলে তারা উপলব্ধি করতে সক্ষম হত যে, তারা ব্যক্তিত্বহীন লোলুপ পুরুষের কামুক দৃষ্টির মাধ্যমে তাদের সস্তা তৃপ্তি দিয়ে ঐ নারীর কি আদৌ কোন মর্যাদা বৃদ্ধি পায় ??? নাকি এর মাধ্যমে সে নিজেকে সস্তা করে দিচ্ছে-- যে কেউ চাইলে তাকে দৃষ্টি দ্বারা ভোগ করতে পারছে।। . আর এর বিনিময়ে সে জাহান্নামের উত্তপ্ত আগুন ছাড়া আর কিছুই পাবে না। ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে