ইসলাম ডেস্ক: গত ১২ সেপ্টেম্বর মক্কায় নির্মাণাধীন হজ কমপ্লেক্সে একটি ক্রেন ধসে পড়ে ১০৭ জন শাহাদাত বরণ করেন। এতে আহত হন ২’শ ৩৮ জন। এই ভয়াবহ দূর্ঘনায় যারা শাহাদাত বরণ করেছেন সেই সকল মুসল্লি আল্লাহর রহমত লাভ করেছেন বলে মন্তব্য করেছেন ড. হোজ্জাত রামজি নামের এক বৃটিশ ইমাম। ওই ইমাম বলেন, ‘মক্কার গ্র্যান্ড মসজিদে ক্রেন দুর্ঘটনা আসলে কোনো বিপর্যয় নয়, এটা দুর্ঘটনার আড়ালে আল্লাহর রহমত’।
নিহতদের শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে অক্সফোর্ড ইসলামিক ইনফরমেশন সেন্টারের ওই ইমাম আরও বলেন, ‘ঘটনাটি হৃদয় বিদারক হলেও বিনা হিসাবে সরাসরি জান্নাতে পৌঁছানো সৌভাগ্যবান মুসল্লিদেরকে অভিনন্দন জানাই’।
নিহত ১০৭ মুসল্লিকে অভিনন্দন জানাতে গিয়ে হোজ্জাত বলেন, ‘প্রত্যেক মুসল্লিই এমন মৃত্যু চান তবে সে সৌভাগ্য সবার হয় না। আল্লাহর পক্ষ থেকে হজের পুরস্কার হচ্ছে জান্নাত। অনেক হাজি চান পবিত্র মক্কায় হজ পালনের সময় যেনো তাদের মৃত্যু হয়, মক্কার মাটি যেনো তাদের ভাগ্যে জোটে’।
মিসর থেকে হজে আসা মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘পবিত্র সময়ে, পবিত্রতম জায়গায় সে দুর্ঘটনায় যদি আমিও মারা যেতাম’!
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর