মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৮:০২

সাহাবিরা কেমন ছিলেন, ছোট্ট এই ঘটনাটির মাধ্যমে তা জেনে নিন

সাহাবিরা কেমন ছিলেন, ছোট্ট এই ঘটনাটির মাধ্যমে তা জেনে নিন

ইসলাম ডেস্ক: "হযরত আলী (রা.) সর্বদাই হযরত আবু বকর ছিদ্দিক (রা.) কে আগে সালাম দিতেন। আবু বকর ছিদ্দিক (রা.) অনেক চেষ্টা করেও আগে সালাম দিতে সক্ষম হতেন না।

একদিন ব্যতিক্রম হলো। আলী (রা.) একদিন ইচ্ছে করেই আগে সালাম দিলেন না। আবু বকর (রা.) আগে সালাম দিয়ে দিলেন। যদিও বিষয়টি ওখানেই শেষ হয়ে গেলো। কিন্তু হযরত আবু বকর (রা.) ভাবলেন যে, হয়তো আলী (রা.) কোন কারনে তার উপর মনক্ষুন্ন হয়েছেন, তাই হয়ত আগে সালাম দেননি।

আবু বকর (রা.) ঘটনাটি রাসূল ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ এর দরবারে পেষ করলেন। প্রিয় নবী ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ হযরত আলী (রা.) কে এর কারন জিজ্ঞেস করলেন।

তখন হযরত আলী (রা.) বললেন - "ইয়া রাসূলাল্লাহ! আমি স্বপ্নে অতি সুন্দর একটি প্রাসাদ দেখেছি। আমাকে বলা হলো যে, সর্ব প্রথম অন্যকে সালাম দিবে তাকে এই প্রাসাদ দেয়া হবে। স্বপ্ন দেখে আমি ভাবলাম, হযরত আবু বকর ই এই প্রাসাদের যথার্থ অধিকারী। তিনি জ্ঞানে গুনে, মর্যাদায় ও আত্মত্যাগে আমার চেয়েও শ্রেষ্ঠ। সুতরাং তার আসন সব জায়গায় আমার উপর থাকা উচিত। তাই আমি আগে ইচ্ছে করেই আগে সালাম দেইনি, যেন তিনি আগে সালাম দিয়ে প্রাসাদটি লাভ করতে পারেন।
এই শিক্ষামূলক ঘটনাটি থেকে আমরাও শিক্ষা নিয়ে বাস্তাব জীবনকে দ্বীনের আলোয় রাঙিয়ে তুলবো। আমীন
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে