মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৩:৫৭

মক্কা দুর্ঘটনায় নিহতের প্রত্যেক পরিবার পাবে ৬০ লাখ টাকা

মক্কা দুর্ঘটনায় নিহতের প্রত্যেক পরিবার পাবে ৬০ লাখ টাকা

ইসলাম ডেস্ক: গত ১২ সেপ্টেম্বব মক্কা ভয়াবহ ক্রেন দুর্ঘটনায় নিহত ১০৭ জন হাজীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৩ মিলিয়ন রিয়াল বা ৬৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবে বিমা কোম্পানি। এর ফলে নিহতদের প্রত্যেকের পরিবার পাবেন ৬০ লাখ টাকা করে। এ দূর্ঘটনায় ১ জন বাংলাদেশি হাজী নিহত এবং ৪০ জন হাজী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই টাকার পুরোটাই হারাম শরীফ সম্প্রসারণ প্রকল্পের ইন্স্যুরেন্স কোম্পানি প্রদান করবে। বিমা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদটি প্রকাশ করেছে স্থানীয় আরবি দৈনিক আল হায়াত।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় প্রবাহিত হওয়ার সময় মক্কার পবিত্র মসজিদ আল-হারামের উপর ভেঙে পড়ে নির্মাণকাজে ব্যবহৃত একটি বিশালাকৃতির ক্রেন। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হাজীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। আহত হয়েছেন ২৪০ জন হাজী শতাধিক।
১৫ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে