বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ১১:৪৮:১৬

সৌদি আরবে ২ লাখ ২৪ হাজার হজযাত্রী গ্রেফতার

সৌদি আরবে ২ লাখ ২৪ হাজার হজযাত্রী গ্রেফতার

ইসলাম ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে ২ লাখ ২৪ হাজার ৭৪ জন হজযাত্রীকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলাবাহিনী। এছাড়া বিভিন্ন শহরে ৬১টি ভুয়া হজ অফিস বন্ধ করে দেয়া হয়েছে। চলতি বছর হজ মৌসুম শুরুর পর থেকে হজের নিয়ম-নীতি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সৌদি প্রেস অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।

এদিকে হজ নিরাপত্তা বাহিনী বলছে, চলতি বছর হজের মৌসুম শুরুর পর থেকে ২ লাখ ২৪ হাজার ৭৪ জনকে গ্রেফতার ও বিভিন্ন শহরে ৬১টি ভুয়া হজ অফিস বন্ধ করে দেয়া হয়েছে।

সৌদি হজ নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল জামান আল-ঘামদি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ১০ হাজার ৫৩৩ জন সৌদি নাগরিক আছেন। এছাড়া বাকি ২ লাখ ১৩ হাজার ৫৪১ জন বিদেশি নাগরিক; যারা হজের নিয়ম-নীতি লঙ্ঘন করেছিলেন।

তিনি বলেন, রবিবার পর্যন্ত মক্কা নগরীতে ৩ লাখ ৪০ হাজার ৯২৯টি গাড়ি যাতায়াত করেছে। এছাড়া সৌদি সীমান্ত দিয়ে দেশের ভেতরে আরো এক হাজার ৩৩৩টি গাড়ি প্রবেশ করেছে।

হজ নিরাপত্তা বাহিনীর সড়ক বিভাগের সহকারি কমান্ডার মেজর জেনারেল জাইদ আল-তুয়াওয়াইয়ান বলেন, ‘হজ সম্পর্কিত কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। এখন পর্যন্ত কোনো সড়ক দুর্ঘটনা ঘটেনি।’

সৌদি এই কর্মকর্তা বলেন, ‘মক্কাগামী সড়কে চলাচলকারী যানবাহন কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হজের নিয়ম-নীতির সম্ভাব্য লঙ্ঘনকারী গাড়ি ট্র্যাক করা হচ্ছে। এছাড়া মক্কাগামী প্রধান প্রধান সব মহাসড়কে সর্বোচ্চ নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা কমান্ডসহ সংশ্লিষ্ট সব বিভাগ প্রস্তুত আছে। এমনকি দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দিতে আকাশ ও স্থলপথে হাসপাতালে নেয়ার ব্যবস্থা আছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে