শনিবার, ২৬ আগস্ট, ২০১৭, ০১:৩০:০০

পৃথিবীর সর্ববৃহৎ ছাতা টাঙানো হলো মক্কা-মদিনায়

পৃথিবীর সর্ববৃহৎ ছাতা টাঙানো হলো মক্কা-মদিনায়

ইসলাম ডেস্ক : সৌদি আরবে পৃথিবীর সর্ববৃহৎ বড় ছাতা টাঙিয়েছে হজ নিরাপত্তা বাহিনী। পবিত্রতম স্থানে হজ যাত্রীদের যাতে সূর্যের উত্তাপ থেকে রক্ষার করা যায়, সে জন্যই ওই ছাতা টাঙানো হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ছাতাগুলো ৫৩.৫৩ মিটারে আচ্ছাদিত করবে মসজিদে সববী। যা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ছাতার মর্যাদা দেবে। মসজিদের নিরাপত্তা বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ আহম্মদী বলেন, ‘এয়ার কন্ডিশনারের জন্য মসজিদের তাপমাত্রা খুব কম। এই ছাতাগুলো হজ যাত্রীদের রোদ থেকে বাঁচাবে।’

আগত মুসলিমদের সেবায় বাদশাহ সালমান ও সরকার কর্তৃক আয়োজিত মহান প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে হজ যাত্রীরাও। মক্কা ও মদিনায় হজ যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও ক্রমবর্ধমান উন্নয়নের জন্য বিশেষভাবে প্রশংসিত হয় তারা।

হজ পালন করতে আসা সুদানের নাগরিক মারজুক আব্দুল্লাহ বলেন, ‘মদিনায় হজ যাত্রীদের সেবায় পূর্বের তুলনায় একটি অভিনব পরিবর্তন লক্ষ্য করেছি আমরা।’

নবী (সঃ) এর মসজিদ ও তার নিকটবর্তী এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঠান্ডা জমজম কূপের পানি সরবরাহের ব্যবস্থার প্রশংসা করলেন ক্যামেরুন থেকে আসা মোহাম্মদ কানো।

ভারত থেকে আসা মাগদা দিয়া মক্কার অভিবাদন প্রক্রিয়ার বেশ প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এই দেশ, দেশের জনগণ ও কর্তৃপক্ষ খুবই ভালো। তাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। আমি যখন হারিয়ে গিয়েছিলোম তারা আমার পরিবারকে খুঁজে পেতে সহায়তা করেছে। তারা তাদের সুষ্ঠু চিকিৎসা সম্পর্কে আমাকে আশ্বস্ত করেছেন।’ সূত্র : আরব নিউজ

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে