মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭, ১০:৩৩:২৬

হজে গেলেন ১০৪ বছর বয়সী ইন্দোনেশিয়ান নারী

হজে গেলেন ১০৪ বছর বয়সী ইন্দোনেশিয়ান নারী

ইসলাম ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হয়েছেন। এদের মধ্যে ১০৪ বছর বয়সী এক নারী রয়েছেন। ইবু মারিহা মারঘানি মুহাম্মদ নামের এ নারী ইন্দোনেশিয়ার বাসিন্দা।

সৌদির রাজধানী জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ- আমি হজ পালন করছি।

এসময় তিনি ইসলামের নিয়ম অনুযায়ী নারী হজ যাত্রীদের মতো কাপড় পরে ছিলেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, ১৪ বছর আগে অর্থাৎ ৯০ বছর বয়সে ইবু মারিহা পবিত্র ওমরা হজ পালন করেছিলেন।

সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইবু মারিহা হচ্ছেন এবারের হজের সবচেয়ে বেশি বয়সী হজযাত্রী।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সৌদি আরব তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। হজ প্রত্যেক মুসলমানের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। ১০৪ বছরে বয়সে হজ পালন একটি দৃষ্টান্ত। আমরা ইবু মারিহার সুস্বাস্থ্য কামনা করি।

জেদ্দায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাস জানিয়েছে, তার স্বাস্থ্যগত বড় কোনো সমস্যা নেই। হজ পালনের সব নিয়ম পালনের জন্য তিনি সুস্থ রয়েছেন।

এ বছর হজ পালন করতে দেশটিতে জমায়েত হয়েছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মানুষ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে