বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০২:৩৩:২০

এবার হজ করছেন ১৭৫২০১৪ জন

এবার হজ করছেন ১৭৫২০১৪ জন

ইসলাম ডেস্ক : এ বছর সারা বিশ্বের মোট ১৭ লাখ ৫২ হাজার ১৪ জন ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে হজে গেছেন। এ সংখ্যা গত বছরের চেয়ে চার লাখ ২৬ হাজার ২৬৩ জন বেশি। মক্কা প্রদেশের আমির, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহর উপদেষ্টা রাজপুত্র খালেদ আল-ফয়সালের উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস অ্যাজেন্সি এসব তথ্য জানিয়েছে।

এ বছর কাতারের উপর অবরোধ আরোপ নিয়ে সরগরম ছিল বিশ্ব রাজনীতি। কাতারের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করে তার নেতৃত্বে ছিল সৌদি আরব। তারপরও এ বছর কাতারি হাজীর সংখ্যা বেড়েছে। গত বছর সৌদিতে হজ করতে কাতার থেকে ১২১০ জন এসেছিলেন। এ বছর এসেছেন ১৫৬৪ জন।

রাজপুত্র খালেদ আল-ফয়সাল জানান, পবিত্র হজ পালনে আগতদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে হজ পালন করতে পারে সে জন্য গত বছরের চেয়ে সামরিক ও বেসামরিক কর্মকর্তার সংখ্যা তিন লাখ বাড়ানো হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে