বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ০৯:৫২:৩৬

আজ আরাফাতের দিন, কেন যেন এভাবে দোয়া করতে মন চাইলো...

আজ আরাফাতের দিন, কেন যেন এভাবে দোয়া করতে মন চাইলো...

ইসলামিক নিউজ: মসজিদে হুজুর যখন আরবি-ফারসি মিলিয়ে গৎ বাঁধা দোওয়া পড়েন তখন আমরা পেছনে বসে না জেনে না বুঝে শুধু ‘আমিন’ ‘আমিন’ বলি। আর দোয়া পড়া ঠিক না বেঠিক তা নিয়েও আছে বিস্তর বিতর্ক। আমার কাছে মনে হয় দোওয়া হওয়া উচিত শ্রষ্টা ও সৃষ্টির মাঝে একটি Interactive session। নিভৃত আলাপচারিতা।

আজ আরাফাতে’র দিন। কেন যেন এভাবে দোয়া করতে মন চাইলো:

হে আল্লাহ। এই যে এখানে আমি। তোমাকে ডাকছি...

কে তুমি?

আমি তোমার বান্দা। দাস। পাপী। হতদরিদ্র।
পাপ আর শয়তানিতে ভরা।

আমার কাছে কেন?

কারণ, তুমি আমার সৃষ্টিকর্তা। সকল প্রশংসা তোমার। তুমি সকল প্রশংসার যোগ্য। তুমি এই দুনিয়ার মালিক। আমরা শুধু তোমার প্রশংসা করি। তোমার গুণগান গাই।

তুমি কি সত্যি সেটা মনে কর?

Yes! I do.

কি চাও?

হে আল্লাহ। তুমি আমার চেয়ে ভাল জান আমি কি চাই। বা আমার মন কি চায়। আমি তোমার কাছে বিপদে দিকনির্দেশনা চাই। আমাকে সরল সঠিক ও সোজা পথে পরিচালিত করো। যে পথে নবী-রসুলরা গিয়েছেন। তোমার প্রিয় বান্দারা গিয়েছেন। যে পথে গেলে তোমার আদেশ পালন করা হবে।

হুম। আমি বুঝেছি। কিন্তু সে পথ অনেক কঠিন ও কষ্টের।

আমি জানি। প্লিজ। আমাকে শক্তি দাও। আলো দাও। চেষ্টা করে দেখি। আর আমাকে শয়তানের প্রলোভন থেকে বাঁচাও।

তোমার আর কী চাই ?

হে আল্লাহ। আমার পরিবারকে নিরাপত্তা দান করো। আমার পিতামাতাকে হেফাজতে রাখো। এখানে আসার সময় অনেকে দোওয়া করতে বলেছে। তাদের নাম ভুলে গেছি কিন্তু আমি জানি তুমি ভুলনি। তুমি জানো তারা কী চায়। আর তাদের ক্ষমা করো। তুমি আমাকেও ক্ষমা করো।

তোমাকে কেন আমি ক্ষমা করবো বারবার? তুমি খারাপ লোক। তুমি আমার কথা শুননি। তুমি শুনেছো তোমার মনকে। তোমার নফসকে। তোমার জন্য দোজখের আগুন-ই একমাত্র সমাধান।

হে আল্লাহ। তুমি অসীম দয়াময়। তোমার দয়ার সাগর থেকে এক ফোঁটা জল সরিয়ে নিলেও সাগরের কিছু হবে না। আমার মতো পাপী মানুষ ক্ষমা পেলেও তোমার কিছু আসবে যাবে না। তুমি বলেছো কেউ তোমার দিকে এক পা আগালে তুমি দশ পা তার দিকে এগিয়ে যাবে। আমি তোমারই বান্দা। তুমি ক্ষমা না করলে কে করবে? আমি কোনো শিরক করিনি। আমার সুখের দিনে তোমাকে যেমন স্মরণ করেছি তেমনি দুঃখের দিনেও তোমার কাছে আশ্রয় চেয়েছি।

তুমি কি কথা দিতে পারো এসব ভুল তুমি আর করবে না?

ইয়েস আই ডু! আই ডু...

যাও। ঘুমাতে যাও। সহজ সরল ও ভাল মানুষ হবার চেষ্টা করবে। সব সময় হাসি মুখে থাকবে। অন্যকে সাহায্য করবে। তোমার নবীকে অনুসরণ করবে। কোনো কিছুতে গর্ব করবে না, কারণ সব আমারই দেয়া। Be humble. Be simple.

[লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে]
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে