বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭, ১০:০৪:৫৯

হজের খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে প্রজন্মকে সচেতন করার আহবান

হজের খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে প্রজন্মকে সচেতন করার আহবান

ইসলামিক ডেস্ক: পবিত্র হজের খুতবা থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে প্রজন্মকে সচেতন করার আহ্বান জানানো হয়েছে। সারা দুনিয়ার মুসলিমদের জন্য দিক নির্দেশনা মূলক খুতবা শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। ইসলামের অন্যতম স্তম্ভ হজ পালনে বাংলাদেশসহ বিশ্বের ২০ লাখ মুসলিম জমায়েত হয়েছেন মহান আল্লাহতায়ালার নৈকট্য লাভের জন্য।

সেলাই ছাড়া দুই টুকরা কাপড় পরে মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে এভাবেই নিজের উপস্থিতি জানান দেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বর্ণের লাখ লাখ মুসল্লি।

আরবি আরাফাত শব্দের অর্থ পরিচিতি। পবিত্র এই ময়দানেই প্রথম মানব আদম আলাই হি সালাম এবং হাওয়া আলাই হা সালামের প্রথম সাক্ষাৎ হয়। ইহজগতের সকল ইচ্ছা, চাহিদা আকাংখা সব কিছু বিসর্জন দিয়ে পাপমুক্তির আকুল প্রার্থনা নিয়ে মুমিন মুসলমানরা জমায়েত হন তিন দিকে পাহাড় ঘেরা দুই মাইল দৈর্ঘ্য ও দুই মাইল প্রস্থ আরাফাতের বিশাল প্রান্তরে।

আরাফাতের জাবালে রহমত বা রহমতের পাহাড়ের চূড়ায় যেখানে আদম এবং হাওয়ার পরিচয় হয়েছিল তার পাদদেশে দাঁড়িয়ে বিদায়ী হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। সেই ভাষণের তাৎপর্য ছিল মানুষ হিসেবে সবাই সামান মর্যাদার অধিকারী। তাই মানুষে মানুষে সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টির ঘোষণা দেয়া হয়েছিল বিদায়ী হজের ঐতিহাসিক ভাষণে। সেই ইতিহাসকে ধারণ করে প্রতিবছর আরাফাত ময়দানে হাজির হন লাখো মুসল্লি।

হজের আনুষ্ঠানিকতার মূল অনুষঙ্গ পবিত্র এই আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাড়িঁয়ে খুতবা দিয়েছেন সৌদী আরবের সর্বোচ্চ ওলামা বোর্ড এবং ফতোয়া বিভাগের সম্মানিত সদস্য ও বাদশার প্রতিনিধি শায়েখ সা-আদ বিন নাছের। তিনি বলেছেন, একটি সন্ত্রাসী দল গোটা পৃথিবীতে বিশৃংখলা সৃষ্টি করছে। এদের থেকে দূরে থাকার আহবান জানানো হয়।

ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করার আহবান জানানো হয় খুতবায়। বিগত বছরগুলোর মধ্যে এবারই সবচেয়ে সংক্ষিপ্ত খুতবা দেন সৌদী আরবের বাদশার প্রতিনিধি। ২৫ মিনিটের খুতবা শেষে প্রথমবারের মতো মোনাজাত করেন তিনি। দুই মিনিটের মোনাজাতে মহান আল্লাহর কাছে মাফ চেয়ে কিয়ামতের জন্য প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

মোনাজাত শেষ হওয়ার সাথে সাথেই আরাফাতের মসজিদে নামিরা থেকে ভেসে আসে আজানের ধ্বনি। আরাফাতের বিশাল প্রান্ত সকল হাজি এক সঙ্গে আদায় করেন যোহর ও আসরের নামাজ।

আরাফাত ময়দানে সূর্যাস্তের আগ পর্যন্ত এই ময়দানেরই চলবে হাজিদের ইবাদত বন্দেগী। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হাজিরা রওনা হবেন পরবর্তী গন্তব্য ৫ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে। মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ আদায় করে সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন আল্লাহর মেহমানরা। হজ উপলক্ষে আরাফাত ময়দান, মুজদালিফা, মিনা ও এর আশে পাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছে সৌদি সরকার।-চ্যানেল আই
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে