বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৯:৫৪

আপনি জানেন কি, ‘হযরত’ শব্দের অর্থ কি?

আপনি জানেন কি, ‘হযরত’ শব্দের অর্থ কি?

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী রাসূল (সা.) এর নামের পূর্বে আমরা সবসময় ‘হযরত’ শব্দ ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ইসলামিক চিন্তাবিদগণও তাদের নামের পূর্বে ‘হযরত’ শব্দ ব্যবহার করে থাকেন। এতে অনেক সময় সাধারণ মানুষ না বুঝে বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। সাধারণ মানুষেরা মনে করে, ‘হযরত’ শব্দটি শুধু নবী রাসূলের নামের পূর্বেই ব্যবহার করা যায়। আপনি জানেন কি, ইসলামিক চিন্তাবিদেরা কেন তাদের নামের পূর্বে ‘হযরত’ ব্যবহার করেন।  অনেক সময় ইসলামিক চিন্তাীবদগণ নামের পূর্বে ‘হযরত’ শব্দ ব্যবহার করার কারণে অনেক সময় সাধারণ মানুষের কাছে অপমানিত হন।

অনেকেই মনে করেন ‘হযরত’ শব্দের অর্থ প্রভু। যেহেতু ইসলামিক চিন্তাবিদগণ তাদের নামের পূর্বে ‘হযরত’ শব্দ ব্যবহার করে থাকেন, তাই এখনই জেনে নিন এর সঠিক অর্থ-

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

আসলে ‘হযরত’ মানে প্রভু নয়। হযরত শব্দের অর্থ হল: মাননীয়, মহামান্য, সম্মানিত। আমরা বাংলায় জনাব বলতে যা বুঝাই হযরত অর্থও তা’ই। আশা করি অনেকের বিভ্রান্তি কেটে গেছে।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে