বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৪:৩৮:৪৫

কি বলছে ইসলাম, গোফ রাখা কি হারাম?

কি বলছে ইসলাম, গোফ রাখা কি হারাম?

ইসলাম ডেস্ক: আমরা কতটুকু দাড়ি-মোচ রাখব সে বিষয়ে রাসূল (সা.) তাঁর হাদিসের মধ্যে এরশাদ করেছেন , মোচ কাটা বা ছাঁটার জন্য আর দাড়ি লম্বা করার জন্য। (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১)।

আল্লাহ্র রাসুল (সাঃ) বলেছেন-তোমরা মুশরিকদের বিপরীত কর, দাড়ি বাড়াও এবং গোফ ছোট কর। [সহিহ বুখারী, ৯ম খন্ড, পোশাক অধ্যায়, হাদিস-৫৪৭৩] এছাড়া আল্লাহর রাসুল (সা.) অন্য একটি হাদিসে বলেছেন, ‘দাড়ি ছেড়ে দাও, দাড়ি বাড়াও, দাড়ি লম্বা কর। পক্ষান্তরে দাড়ি ছাঁটাই করার কোন প্রমান নেই, একটি ছাড়া। সেটি হল- আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হজের মৌসুমে দাড়ি মুট করে ধরে নিচের অতিরিক্ত অংশটুকু কেটে ফেলতেন। [সহিহ বুখারী, ৯ম খন্ড, পোশাক অধ্যায়, হাদিস-৫৪৭২]

অন্যান্য ধর্মের মানুষ যেভাবে মোচ খুব লম্বা বা বড় করে রাখেন, সেভাবে রাখলে তাঁদের প্রতি রাসূল (সা.)-এর হাদিস, ‘মান তাশাব্বাহা বি কাউমিন ফাহুয়া মিনহুম,’ অর্থাৎ যে অন্যদের অনুসরণ করে কোনো কাজ করবে, সে তাঁদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

অতএব, অন্যান্য ধর্মে গোঁফ ছেড়ে দেওয়া আর দাড়ি না রাখার যে প্রবণতা, মুসলমানদের করতে হবে তার বিপরীত। অর্থাৎ দাড়ি লম্বা করে রাখা আর মোচ বা গোঁফ ছেঁটে ছোট করে রাখা। সুতরাং মোচ রাখাটা হারাম নয়, কিন্তু কেটে ছোট রাখতে হবে। ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে