শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০৬:৪৫:৪৩

যে ব্যক্তি ছোট্ট এই আমলটি করবে জান্নাতে তার জন্য একটি খেজুরগাছ রোপণ করা হবে

যে ব্যক্তি ছোট্ট এই আমলটি করবে জান্নাতে তার জন্য একটি খেজুরগাছ রোপণ করা হবে

জুবায়ের আল মাহমুদ রাসেল: মৃত্যুর পর সকলেরই প্রত্যাশা থাকে জান্নাতের। মূলত সেকারণেই মহান আল্লাহ তায়ালার নিদের্শ অনুযায়ি ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ রোজাসহ ধর্মীয় সকল বিধি নিষেধ সঠিকভাবে পালন করে থাকে। তবে আপনি জানেন কি, এই সকল আমলের পাশাপাশি আল্লাহ পাক এমন কিছু আমলের কথা বলেছেন যা খুবই ফজিলত পূর্ণ। আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমলসমূহের ব্যাখ্যা প্রদান করেছেন আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ (সা।)। নিচে তেমনই একটি আমলের কথা উল্লেখ করা হলো। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি' পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি : ৩৪৬৪) অন্য হাদিসে ইরশাদ হচ্ছে, 'হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো, 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।' (বুখারি : ৬৪০৬) ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে